নাম ছবি সরিয়ে ফেলা হলো নওয়াজের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৯ জুলাই ২০১৭

করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে সদ্য পদত্যাগ করা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছবি সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে দেশটির জাতীয় সংসদের ওয়েবসাইট থেকেও মুছে ফেলা হয়েছে নওয়াজের নাম।

পানামা পেপারস কেলেঙ্কারির অভিযোগে শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য হিসেবে রায় দেন। এর পরপরই প্রধানমন্ত্রীর দফতর থেকে নওয়াজের পদত্যাগের ঘোষণা আসে।

২০১৩ সালে দেশটির সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্রে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান এফজেডই’র চেয়ারম্যান পদে থাকার তথ্য গোপন করেন নওয়াজ। এই অভিযোগে পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ তাকে দেশটির সরকারি কোনো অফিসের দায়িত্বের অযোগ্য হিসেবে ঘোষণা দেন।

দেশের শীর্ষ আদালতের এই রায়ের পর পাকিস্তানের নির্বাচন কমিশন নওয়াজ শরিফকে জাতীয় সংসদের সদস্য পদের জন্য অযোগ্য ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় সংসদের ওয়েবসাইট থেকেও নওয়াজের নাম মুছে ফেলা হয়েছে।

ওয়েবসাইটে থাকা জাতীয় সংসদের সদস্যদের তালিকা থেকেও সাবেক এই প্রধানমন্ত্রীর নাম সরিয়ে দেয়া হয়েছে। এমনকি তার নির্বাচনী আসনের (এনএ-১২০) নামও ওই তালিকায় নেই।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।