গাইবান্ধায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত


প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৮ মে ২০১৫

বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়। এ উপলক্ষ্যে শিশু একাডেমি জেলা শাখার কার্যালয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিশু একাডেমি জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা রেবেকা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, চিত্রাঙ্কন শিক্ষক খোন্দকার নিপন প্রমুখ।

চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ৫০ জন শিশু-কিশোর অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অমিত দাশ/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।