যশোর পলিটেকনিক ছাত্র হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ১১:৪২ এএম, ২৮ মে ২০১৫
প্রতীকী ছবি

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা-অবিলম্বে গণপিটুনিতে নিহত ইসমাইল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

গত রোববার রাতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন ও তার বন্ধু আল আমিন যশোর-মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড়ে কথিত ছিনতাইয়ের সময় ‘গণপিটুনিতে’ নিহত হন। নিহতদের স্বজনরা দাবি করছেন, পুলিশ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মিলন রহমান/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।