ভারতে পরমাণু হামলা চালাতে চেয়েছিলেন মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩১ এএম, ২৯ জুলাই ২০১৭

২০০২ সালে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে চেয়েছিলেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ। তবে ভারতের পাল্টা হামলার আশংকায় সে চিন্তা থেকে পিছু হটেন তিনি।

সম্প্রতি জাপানের দৈনিক সংবাদপত্র ‘মেনচিনি শিমবুন’কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জনিয়েছেন দুবাইয়ে বসবাসকারী ৭৩ বছর বয়সী পাকিস্তানের সাবেক এ স্বৈরশাসক।

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পর তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন জেনারেল মোশারফ। জারি হয় সামরিক শাসন। এর দুই বছর পর ২০০১ সালে পাক প্রেসিডেন্টের দায়িত্ব নেন পারভেজ মোশারফ। সে বছরই ভারতের সংসদ ভবনে জঙ্গি হামলা হয়। এ নিয়ে পাকিস্তানের সঙ্গে তখন ভারতের সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকে।

সাক্ষাৎকারে জেনারেল মোশারফ জানান, নয়াদিল্লির সংসদ ভবনে সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে তিনি পরমাণু হামলার কথা চিন্তা করেছিলেন।

এমএমজেড/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।