নওয়াজের উত্থান-পতন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৮ জুলাই ২০১৭

নওয়াজ শরিফ। পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী। এ যাবৎকালে দেশটিতে বেসামরিক কেউ প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। কিন্তু নওয়াজই একমাত্র ব্যক্তি যিনি টানা তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

nawaj

নওয়াজের জন্ম ২৫ ডিসেম্বর, ১৯৪৯ সালে। তিনি পরিবারের বড় ছেলে। তারা বাবা একজন ধনাঢ্য শিল্পপতি ছিলেন। তিনি ইত্তেফাক এবং শরিফ গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন।

জুলফিকার আলি ভুট্টো প্রধানমন্ত্রী থাকাকালীন নওয়াজ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। এরপরই রাজনীতিতে প্রবেশের চিন্তা করেন তারা। নওয়াজ ব্যবসায়ে ভালো করতে পারবেন না এমন চিন্তা থেকেই তার বাবা তাকে রাজনীতিতে ঢোকার পরামর্শ দেন। এরপর ১৯৭৬ সালে পাকিস্তান মুসলিম লীগে যোগ দেন নওয়াজ।

nawaj

জেনারেল জিয়াউল হকের সময়ে নওয়াজ প্রথম পাঞ্জাব ক্যাবিনেটের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এরপর ১৯৮১ সালে তিনি পাঞ্জাব উপদেষ্টা বোর্ডে যোগ দেন।

nawaj

১৯৮৫ সালে নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। ১৯৮৮ সালে সামরিক শাসন শেষে তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। ১৯৯০ সালের ১ নভেম্বর প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন নওয়াজ শরীফ।

nawaj

১৯৯৭ সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন নওয়াজ শরিফ। এরপর বহু উত্থান পতনের পর ২০১৩ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন নওয়াজ শরিফ। কিন্তু তৃতীয়বারের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই পানামা পেপার্স কেলেঙ্কারিতে ফেঁসে পদত্যাগ করতে বাধ্য হলেন এই পাক প্রধানমন্ত্রী।

nawaj

২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরেই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

nawaj

তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছিলেন নওয়াজ শরিফ। কিন্তু শুক্রবার আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্য হয়েই তাকে পদত্যাগ করতে হলো।

nawaj

সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ শুক্রবার সর্বসম্মতিক্রমে নওয়াজের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করে।

nawaj

নওয়াজের কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের পরই প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতি দিয়েছেন নওয়াজ শরিফ।

nawaj

nawaj

nawaj

nawaj

nawaj

nawaz

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।