রিজার্ভ থেকে তহবিল গঠন করা হবে : গভর্নর


প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৮ মে ২০১৫

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য সার্বভৌম সম্পদ তহবিল (Sovereign wealth fund) গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর জানান, এ তহবিল দেশের বৃহত্তর উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হবে। তহবিল গঠনের লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের মত উন্নয়নশীল দেশে রিজার্ভ থেকে তহবিল গঠন না করা হলেও বাংলাদেশে তা করা হবে।
বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের সাত-আট মাসের আমদানি দায় মেটানো যাবে।

গভর্নর দেশের মানব সম্পদের দক্ষতা বাড়াতে প্রতিটি ব্যাংককে সামাজিক দায়বদ্ধতা(সিএসআর) কর্মসূচির আওতায় একটি করে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করার পরামর্শ দেন।

তিনি বলেন, আমাদের তরুণরা পাচার হয়ে সাগরে ভাসছে। তারা দক্ষ হলে এবাবে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিত না। এজন্য দেশের বেকারত্ব দূরীকরণে দক্ষতা উন্নয়ন কেন্দ্র সহায়ক ভূমিকা রাখবে। যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে যদি দক্ষ করা যায় তাহলে শিল্প কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান গভর্নর।
রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে আতিউর রহমান বলেন, আমাদের অর্থনৈতিক সূচক ইতিবাচক রয়েছে। দেশের কৃষি খাত উন্নয়নে স্বল্প সুদে ঋণসহ বিভিন্ন সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি বলেন, আসন্ন বাজেট গাভী পালনে অর্থ সহায়তা করবে সরকার। ফলে আমরা গাভী চাষে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ দিবে পারবো।    
বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ ও শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুল রহমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা।

উল্লেখ্য, অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক ৫শ’ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের ৩০০ জন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে এবং ২০০ জন এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করেছে।

এসআই/জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।