কম্পিউটার ল্যাব হচ্ছে ২২ হাজার স্কুলে


প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

সরকার পরবর্তী প্রজন্মকে আইসিটিতে দক্ষ করে তুলতে ২২ হাজার উচ্চমাধ্যমিক স্কুলে কম্পিউটার ল্যাব করার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার সকালে ঢাকায় হোটেল রেডিসনে কমনওয়েলথ টেলিকমিউনিকেশন অরগানাইজেশন ফোরাম (সিটিও) সম্মেলনের উদ্বোধনীতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ডিজিটাল বৈষম্য দূরীকরণে কম খরচে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ও মাতৃভাষায় ইন্টারনেট কনটেন্ট বাড়ানোর কোনো বিকল্প নেই। বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্ততে (আইসিটি) উন্নয়নের জন্য এটা খুব জরুরি।

ইনু বলেন, ই-ব্যাংকিং, ই-সিটিজেন সেবা দিয়ে নাগরিকদের জীবনযাত্রা আরো সহজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নীতি আইসিটিতে বৈপ্লবিক উন্নয়ন ঘটিয়েছে।

সকালে এ সম্মেলনের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়- ‘আইসিটিস ফর ডেভেলপমেন্ট- ফ্রম এক্সেস টু ইনক্লুসিভ অ্যান্ড ইনোভেটিভ সার্ভিস।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন- সিটিওর সেক্রেটারি জেনারেল অধ্যাপক টিম আনউইন, নাইজেরিয়ান টেলিকমিউনিকেশনস কমিশনের প্রধান নির্বাহী ড. ইউজিন জুয়াহ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

৮-১০ সেপ্টম্বর তিনদিন ব্যাপী সম্মেলনে বার্ষিক ফোরামে কমনওয়েলথভূক্ত ৫৩ টি দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী , সচিব, পদস্থ কর্মকর্তা , রেগুলেটর, সিদ্ধান্ত প্রণয়নকারী, অপারেটর, বেসরকারিসংস্থা, ব্যবসায়ী , গণমাধ্যম, নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।