মেক্সিকোয় টর্নেডোর আঘাতে নিহত শিশুর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৭ মে ২০১৫

মেক্সিকোর উত্তরাঞ্চলে টর্নেডোর আঘাতে যে শিশুটি মারা গেছে মঙ্গলবার তার মরদেহ পাওয়া গেছে। ঝড়টিতে ১৩ জনের প্রাণহানি ঘটে।

সোমবার সিউদাদ অকুনার ওপর দিয়ে শক্তিশালী ঝড় বয়ে গেছে। এসময় বাবা-মার হাত থেকে দমকা বাতাস শিশুটিকে উড়িয়ে নিয়ে যায়। এরপর শিশুটির সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।

কোয়াহুইলা রাজ্যের সরকার জানায়, শিশুটির বয়স ১১ মাস। প্রাকৃতিক এই দুর্যোগে ৩ শিশুসহ ১৩ জন প্রাণ হারিয়েছে এবং ২৯০ জন আহত হয়েছে।

ফেডারেল সরকার জানায়, ৬ সেকেন্ড স্থায়ী এই টর্নেডোর আঘাতে ২৪৭টি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং আরো ৪৫০টি স্থাপনার ক্ষতি হয়েছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।