আফগানিস্তানে বন্দুকযুদ্ধে ৪ জঙ্গি নিহত


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৭ মে ২০১৫

আফগানিস্তানের কাবুলের মধ্যাঞ্চলে বুধবার ভোরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে চার হামলাকারী নিহত হয়েছে। এই ঘটনায় কোনো বেসামরিক লোক বা সামরিক বাহিনীর সদস্য হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির এক মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াজির আকবর খান নামের এই কূটনৈতিক পাড়ায় হামলার দায়িত্ব তালেবান স্বীকার করেছে।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি টুইটারে বলেন, ‘ওয়াজির আকবার খানে হামলা চালানো চার হামলাকারী নিহত হয়েছে।

হামলাকারীরা ১টি আরপিজি লঞ্চার, ৩টি একে-৪৭ ও একটি গ্রেনেড লঞ্চার নিয়ে এ হামলা চালায়।

পররাষ্ট্রমন্ত্রী সালাহ্ উদ্দিন রব্বানীর পরিবারের মালিকানাধীন একটি গেস্টহাউসকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

মঙ্গলবার রাত ১১টায় এই হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে হামলাকারীদের বুধবার ভোর পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।