মুম্বাইয়ে ভবনধসে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৫ জুলাই ২০১৭

ভারতের পশ্চিমাঞ্চলের মুম্বাই প্রদেশে বহুতল ভবন ধসে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। ভবনের নিচে আটকা পড়েছে কমপক্ষে ৩০ জন। মঙ্গলবার সকালের দিকে প্রদেশের পূর্বাঞ্চলের ঘাটকোপার এলাকায় চারতলা ভবনধসে এ হতাহতের ঘটনা ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধসেপড়া ভবনের নিচ থেকে ১১ জনকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। মহারাষ্ট্রের আবাসনমন্ত্রী প্রকাশ মেহতা বার্তাসংস্থা এএনআইকে বলেন, তিনজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শহরের ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা প্রভাত রহনদেল বলেন, ঘাটকোপারের দমোদর পার্ক এলাকায় ধসেপড়া ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, তারা সকাল ১০টা ৪৩ মিনিটের দিকে ভবনধসের খবর পেয়েছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, পুরো ভবন ধসে পড়েছে। প্রায় ৩০-৪০ জন আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআইএস/আরআইপি

মুম্বাই ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা প্রভাত রহনদেল বলেন, ঘাটকোপারের দমোদর পার্ক এলাকায় ধসে পড়া ওই ভবনের ধ্বংসস্তুপের নিচে কয়েক ডজন মানুষ আটকা পড়েছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।