তালেবানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৫ জুলাই ২০১৭

আফগানিস্তানে তালেবান সংগঠনের অত্যাধুনিক অস্ত্রাগার রয়েছে। ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠনের এসব অস্ত্রাগারে রাখা অস্ত্র সরবরাহ করেছে রাশিয়া। সিএনএন-এর সাম্প্রতিক সময়ের একটি স্বতন্ত্র ভিডিওতে এমনটাই দাবি করা হয়েছে।

ওই ভিডিওতে রাশিয়ার বিরুদ্ধে আফগান এবং মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে মস্কো তাদের এক সময়ের শত্রুদের অস্ত্র সরবরাহ করছে।

দু’টি ভিডিওতে দেখা গেছে তালেবানদের হাতে রাইফেল, কালাসনিকোভ এবং ভারী মেশিনগান রয়েছে। অস্ত্র বিশেষজ্ঞরা যে কোনো উপায়ে এসব অস্ত্রের উৎস জানার চেষ্টা করছেন।

আফগানিস্তানের উত্তর এবং পশ্চিম দিকে রয়েছে তালেবানের দু’টি দল। তারা ওই এলাকায় অস্ত্র দখল করেছে বলে দাবি করেছে। তারা বলছে, এসব অস্ত্র রাশিয়া সরকারের কাছ থেকে সরবরাহ করা হয়েছে।

হেরাটের কাছে তালেবানের একটি ছোট সংগঠন বলছে, তারা তালেবানের একটি প্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে ওই অস্ত্রগুলো পেয়েছে। অন্য একটি গ্রুপ বলছে তারা এসব অস্ত্র তাজিকিস্তান সীমান্ত দিয়ে বিনামূল্যেই পেয়েছে। এসব অস্ত্র রাশিয়ার।

তবে রাশিয়াই যে তালেবানদের এসব অস্ত্র সরবরাহ করেছে তার কোনো অকাট্য প্রমাণ ওই ভিডিওতে উপস্থাপন করা হয়নি। এদিকে, জঙ্গি সংগঠনকে কোনো অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া।

মস্কোর দাবি তালেবানকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে যোগাযোগ রেখেছে। তারাই তালেবানদের অস্ত্র দিয়ে সহায়তা করছে।

তবে এক আফগান কর্মকর্তা বলেছেন, তারা নিশ্চিত যে রাশিয়া এবং তালেবানের মধ্যে ব্যবসায়িক লেনদেন হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।