টাটার সিঙ্গুর পর্বের সমাপ্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ এএম, ২৫ জুলাই ২০১৭

কলকাতার অদূরে সিঙ্গুরের টাটাগোষ্ঠীকে দেয়া জমি ফেরতের দাবিতে ২০০৬ সালে শুরু হওয়া আন্দোলনের শেষটা চাষিদের পক্ষেই গেল।

সুপ্রিম কোর্টের রায়ে জমি ফেরত পেয়ে গেছেন চাষিরা। ফলে সিঙ্গুরে টাটার শেষ যে চিহ্ন ছিল সেটিও মোটের উপর ১৭ কোটি ৫৮ লাখ টাকায় বিক্রি হয়ে গেল। 

আর সেই সঙ্গে এক লাখ টাকায় গাড়ির স্বপ্ন দেখিয়ে ২০০৬ সালে শুরু হওয়া টাটার সিঙ্গুর পর্বও শেষ হলো। খবর আনন্দবাজারের। 

ন্যানো প্রকল্পে টাটা প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিল। তবে অভিযোগ ছিল কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে কৃষকদের উচ্ছেদ করে জমি দখল করা হয়। এরপরই তৎকালীন বিরোধীদলীয় নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন গড়ে তোলেন। পরিস্থিতি বুঝতে পেরে ২০০৮ সালেই সিঙ্গুর থেকে গুজরাটে পাড়ি জমায় টাটা গ্রুপ।

ভারতের অনেকেই এই সিঙ্গুর আন্দোলনকে কৃষকদের অধিকার প্রতিষ্ঠার উদাহরণ হিসেবে দেখেন। 

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।