স্পিকারকে কাগজ ছুড়ে বহিষ্কার ৬ সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৪ জুলাই ২০১৭

ভারতের লোকসভা থেকে ছয় কংগ্রেস সাংসদকে বহিষ্কার করেছেন স্পিকার সুমিত্রা মহাজন। সোমবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ করছিলেন সাংসদরা।

বহিষ্কৃতরা হলেন অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, সুস্মিতা দেব, রঞ্জিত রঞ্জন এবং কে সুরেশ।

স্পিকার সুমিত্রা বার বার তাদের আসনে ফিরে যাওয়ার অনুরোধ করলেও তারা ফিরে যাননি। উল্টো কাগজ ছিঁড়ে স্পিকারের আসনের দিকে ছুড়ে মারেন সাংসদরা।

স্পিকারের আসনের জন্য ওই আচরণ অবমাননাকর জানিয়ে ছয় সাংসদকে সুমিত্রা মহাজন পাঁচদিনের জন্য বহিষ্কার করেছেন।

সোমবার শুরু থেকেই লোকসভায় হইচই করছিলেন কংগ্রেস সাংসদরা। দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে গণহারে নির্যাতনের পর খুন করা সত্ত্বেও সরকার চুপ করে বসে থাকার অভিযোগে অবিলম্বে বিষয়টি নিয়ে আলোচনার দাবি করেন কংগ্রেসের সংসদীয় দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

জিরো আওয়ারে গোলমাল আরও বেড়ে যায়। সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। তার পরই কঠোর সিদ্ধান্ত নেন স্পিকার। আনন্দবাজার পত্রিকা।

কেএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।