ইবোলার প্রতিষেধক আবিষ্কার করলেন বিজ্ঞানীরা


প্রকাশিত: ০৯:১২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

বানরের শরীরে ইবোলা ভাইরাস প্রতিষেধক প্রয়োগ পরীক্ষায় সফলতার মুখ দেখেছেন বিজ্ঞানীরা। এর ফলে মানব শরীরেও এ প্রতিষেধক প্রয়োগে সফলতা পাওয়া যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউটস অব হেলথ এ পরীক্ষা পরিচালনা করে। ইবোলা প্রতিষেধক শরীরে ১০ মাসব্যাপী কার্যকর থাকবে বলে পরীক্ষায় ফল পাওয়া যায়।

মানব শরীরে পরীক্ষামূলকভাবে এ প্রতিষেধক প্রয়োগ এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। পরবর্তী সময়ে যুক্তরাজ্য ও আফ্রিকাতে এ প্রতিষেধক পরীক্ষার বিস্তার ঘটানো হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পশ্চিম আফ্রিকায় ইবোলার মহামারীতে এ পর্যন্ত ২ হাজারের বেশি লোক মারা গেছে। ইবোলার বিস্তার রোধে বর্তমানে কয়েকটি পরীক্ষামূলক চিকিৎসা চলমান রয়েছে। তথ্যসূত্র : বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।