টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্টনিওতে ট্রাকের ভেতর থেকে ৮ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় এক বাস চালককে আটক করা হয়েছে। রোববার সান অ্যান্টনিওর ওয়ালমার্ট গাড়ি পার্কিংয়ের স্থানে ছিল ওই ট্রাকটি। উদ্ধার করা মরদেহের মধ্যে দুই শিশুর মরদেহ পাওয়া গেছে। খবর বিবিসির।
নিহতরা ছাড়াও গাড়ির ভেতর থেকে আরো ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের খাবার, পানি ছাড়াই রাখা হয়েছিল। বাইরের তাপমাত্রা তখন ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গাড়ির ভেতরে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা ছিল না। আর বাতাস ঢোকার মতোও কোনো পরিস্থিতি ছিল না।
আহতদের উদ্ধারের পরপরই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের এক মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
পুলিশ জানিয়েছে, তাদের ধারণা এই ঘটনার সঙ্গে মানব পাচারকারী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে।
সান অ্যান্টনিও থেকে মেক্সিকো বেশি দূরে নয়। মার্কিন ইমিগ্রেশন বিভাগ বিষটি খতিয়ে দেখছে। এ বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
টিটিএন/জেআইএম