জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক জর্ডান
প্রকাশিত: ১০:৩২ পিএম, ২৩ জুলাই ২০১৭

জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসে হামলায় এক জর্ডানি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া মারাত্মক আহত হয়েছেন এক ইসরায়েলি। 

বিবিসি জানিয়েছে, ঘটনার পর দূতাবাসসহ পুরো এলাকা ঘিরে রখেছে নিরাপত্তা বাহিনী। তবে কর্তৃপক্ষ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। 

১৯৯৪ সালে চুক্তির পর থেকে জর্ডান ও ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক। কিন্তু সম্প্রতি জেরুজালেমের বিখ্যাত মসজিদ হারাম-আল-শরিফে মেটাল ডিটেক্টর স্থাপনের ঘটনায় জর্ডানবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। 

কারণ, ঐতিহ্যগতভাবে জেরুজালেমের মুসলিম স্থাপনাগুলোর রক্ষার কাজ জর্ডানের। শুক্রবারে জুম্মার নামাজের পর এর প্রতিবাদে আম্মানে মিছিল হয়। এরপরই হামলার এই ঘটনা।

খবর বিবিসি।   

এমআরএম/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।