ইরানের সর্বোচ্চ নেতার প্রোস্টেট অপারেশন


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সফল প্রোস্টেট অপারেশন হয়েছে। অস্ত্রোপচারের জন্য আজ সোমবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ কথা জানায়।

তেহরানের একটি সরকারি হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়েছে।

হাসপাতালে যাওয়ার আগে খামেনির উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়, অস্ত্রোপচারের জন্যে আমি হাসপাতালে যাচ্ছি। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তার মানে এই নয় জনগণ প্রার্থণা করবে না। কিন্তু এটি একটি স্বাভাবিক অস্ত্রোপচার।

খামেনি (৭৫) গত ২৫ বছর ধরে ইরানের নেতৃত্ব দিয়ে আসছেন। ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লা খোমেনির স্থলাভিষিক্ত হন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।