এক বোতল মদ ৩৩ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ এএম, ২২ জুলাই ২০১৭

অস্ট্রেলিয়ার বিখ্যাত পেনফোল্ডস গ্রেঞ্জ কোম্পানির এক বোতল মদ ৫১ হাজার ৭৫০ অস্ট্রেলীয় ডলার (৪১ হাজার মার্কিন ডলার) অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা মূল্যে বিক্রি হয়েছে। 

গত বুধবার নিলামে তোলা হয় প্রায় ৬৬ বছর আগে ১৯৫১ সালে উৎপাদিত পেনফোল্ডস কোম্পানির বিরল এ মদ।

নিলামকারীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়, ১৯৫১ সালে উৎপাদিত পেনফোল্ডস কোম্পানির মাত্র ২০টির মতো মদের বোতল এখনও কয়েকজন ব্যক্তি ও পেনফোল্ডস জাদুঘরে সংরক্ষিত আছে।

এদিকে,নিলামে প্রায় ৭ দশকের পুরনো মদের বোতলটি বিক্রি করে দারুণ খুশি মদের মালিক নিক স্ট্যামফোর্ড। তিনি বলেন, এক বোতল মদ বিক্রি করে এত টাকা পাওয়া খুবই বিরল। তবে বিশেষ এই বোতলটি অস্ট্রেলীয় মদের ইতিহাসের একটি অংশ। আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় বিক্রি হওয়া এটাই সবচেয়ে বেশি দামি মদ।

জানা যায়, ১৮৪৪ সালে পেনফোল্ডস কোম্পানি মদ উৎপাদন শুরু করে। কোম্পানির প্রধান মদ প্রস্তুতকারী ম্যাক্স শুবার্ট ১৯৫১ সালে পরীক্ষামূলকভাবে প্রথম নিলামে বিক্রিত এ মদটি তৈরি করেন।

শুরুতে পেনফোল্ডসের এ মদ বাণিজ্যিকভাবে বাজারে সহজলভ্য ছিল না। প্রথমদিতে এ মদ আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের উপহার হিসেবে দেয়া হয়েছিল।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।