বৈষম্য নিরসনে পুরুষদের বেতন কমাতে চায় বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২০ এএম, ২১ জুলাই ২০১৭

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে (বিবিসি) কর্মরত নারী-পুরুষের বেতন বৈষম্য কমাতে চায় কর্তৃপক্ষ। এজন্য সবচেয়ে বেশি বেতন পাওয়া উপস্থাপকদের বেতন কমানোর চিন্তা করা হচ্ছে। 

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে বেশ কয়েকজন পুরুষের বেতন কমানো হচ্ছে। তাদের কম বেতন নেয়ার জন্য অনুরোধ করা হতে পারে। 

বিবিসি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে কর্মীদের বেতন গোপন করে আসছিল। তবে সরকারের চাপে  গত বুধবার বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে বেতন কাঠামো প্রকাশ করে প্রতিষ্ঠানটি। 

প্রতিবেদনে দেড় লাখ পাউন্ডের বেশি বেতনভুক্ত তারকা কর্মীদের বার্ষিক আয় প্রকাশ করা হয়। এতে নারী-পুরুষের বেতনবৈষম্য লক্ষ্য করা যায়। দেখা গেছে, বিবিসিতে শীর্ষ আয়ের অধিকারী ৯৬ জন তারকার প্রথম সাতজনই পুরুষ। 

ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।