গ্রিক দ্বীপে ভূমিকম্পে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ এএম, ২১ জুলাই ২০১৭

এজিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্পে গ্রিক দ্বীপ কসে অন্তত দু’জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, কসের উত্তর-পূর্বে তুকি উপকূলের কাছে ১২ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৭। 

বেশ কয়েকজনের আহত হওয়ার খবর দিয়েছেন কসের মেয়র জর্জ কিরিতসিস।

ভূমিকম্পের পর তুর্কি উপকূলে ছোট সুনামিও আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সুনামির যেসব ছবি দেখা গেছে, সেখানে দেখা যাচ্ছে- সুনামির পানিতে মানুষ পা ভেজাচ্ছে ও হাঁটছে। 

এনএফ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।