ব্রেন ক্যান্সারে আক্রান্ত জন ম্যাককেইন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ এএম, ২০ জুলাই ২০১৭

মার্কিন বর্ষীয়ান রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এখন তার চিকিৎসা শুরুর প্রক্রিয়া চলছে। ম্যাককেইনের দফতরের সূত্র দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি। 

চিকিৎসকরা বলছেন, কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি দিয়ে তার চিকিৎসা শুরু হতে পারে। তবে ৮০ বছর বয়সী এ রাজনীতিক বর্তমানে বেশ ভালোই আছেন, নিজের বাড়িতেই আছেন তিনি। 

গেল সপ্তাহে চোখের একটি অস্ত্রোপচার করাতে গিয়ে ম্যাককেইনের টিউমারের বিষয়টি ধরা পড়ে। 

জীবনের পাঁচ বছরেরও বেশি সময় যুদ্ধবন্দি হিসেবে কাটাতে হয়েছে ম্যাককেইনকে। 

ম্যাককেইনের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।