ডিএসইতে সূচক লেনদেনের রেকর্ড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম। দিন শেষে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি টাকা যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন।
এদিকে কারিগরি ত্রুটির কারণে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর দুপুর ১২টা ১৫ মিনিটে লেনদেন শুরু হয়ে চলে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন। আর গত দিনের চেয়ে চেয়ে ৫১২ কোটি টাকা বেশি। রোববার লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি টাকা। এর আগে চলতি মাসের ১৯ মে ৮০৮ কোটি টাকা লেনদেন হয়েছিল ঢাকার শেয়ার বাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৫০টির দাম বেড়েছে, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩০ পয়েন্ট বেড়ে চার হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করছে।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২০১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে মোট ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৬ কোটি ৫৪ লাখ টাকা।
এদিকে লেনদেন বন্ধ থাকার বিষয়ে ডিএসইর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান জাগো নিউজকে জানান, কারিগরি ত্রুটির কারনে ব্রোকারেজ হাউজগুলোর ফাইল আপলোড না হওয়ায় সোমবার যথাসময়ে লেনদেন শুরু করতে পারেনি। পরবর্তীতে ডিএসইর আইটি বিভিাগ সফটওয়্যার ত্রুটি মুক্ত করলে লেনদেন শুরু হয়। দুপুর ১২টা ১৫ মিনিটে লেনদেন শুরু হয়ে চলে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত।
উল্লেখ, কারিগরি ত্রুটির কারণে গতকাল রোববারও ডিএসইতে লেনদেন বিঘ্নিত হয়।
এসআই/এসকেডি/আরএস/পিআর