দুগ্ধ উৎপাদন খাতে ৫০ লাখ টাকার চেক বিতরণ


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৫ মে ২০১৫

দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃত করার মাধ্যমে বৃহত্তর ফরিদপুর-বরিশাল-খুলনা জেলার দারিদ্র্য হ্রাসকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে ৫০ জন দুগ্ধ খামারীকে বিনা সুদে ১ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি স্থানীয় সরকার­ পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল­াহ এমপি এ চেক বিতরণ করেন।

নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, সমবায় প্রকল্প পরিচালক ও অতিরিক্ত নিবন্ধক আসাদুজ্জামান, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদের হোসেন লিপু।

সমিতির ১২৫ জন সদস্যের মধ্যে পর্যায়ক্রমে অনুরূপ সুদ মুক্ত ঋণ বিতরণ করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন গৈলা ইউনিয়ন দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লি. এর সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা হেমায়েত উদ্দিন সরদার।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।