৭৫ বছর পর পাওয়া গেল দম্পতির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৮ জুলাই ২০১৭

৭৫ বছর পর এক দম্পতির মরদেহ মিলেছে। এখন থেকে পাক্কা ৭৫ বছর আগে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় নিখোঁজ হয়ে যাওয়া এক দম্পতির মরদেহ বরফে জমাট বাঁধা অবস্থায় পাওয়া গেছে। গরুর দুধ সংগ্রহ করতে ১৯৪২ সালে ভ্যালিয়াস চারণভূমিতে গিয়েছিলেন তারা।

পুলিশ জানিয়েছে, দুই হাজার মিটারেরও বেশি উঁচুতে এক হিমবাহের বরফ গলতে শুরু করলে তাদের মরদেহ চোখে পড়ে। মরদেহগুলো অক্ষত থাকার তথ্যও জানিয়েছে পুলিশ। 

স্যানফ্লরোন নামের ওই হিমবাহে এক স্কি-কোম্পানির কর্মী মরদেহগুলো দেখতে পান। ধারণা করা হচ্ছে, ওই দম্পতি বরফের খাদে পড়ে গিয়েছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পোশাক পরা একজন পুরুষ ও একজন নারীকে বরফের নিচে চাপা পড়া অবস্থায় দেখতে পান ওই লোক। মরদেহের পাশে একটি ব্যাগ, বোতল, জুতা ও অন্যান্য জিনিসপত্রও পড়ে ছিল।

এই দম্পতির সাত ছেলেমেয়ে ছিল। তাদের সর্বকনিষ্ঠ মেয়ে মার্সেলিন উড্রি দুমুলাঁর বয়স এখন ৭৯ বছর।

তিনি জানান, সারা জীবন ধরে তাদের খুঁজেছি আমরা। তাদের মরদেহ পাবার খবরে একটা শান্তি বোধ করছি। আমরা এখন তাদের একটা যথাযথ শেষকৃত্য করতে পারব ভেবে ভাল লাগছে।

তিনি আরও বলেন, তার বাবা ছিলেন জুতা প্রস্তুতকারক এবং মা ছিলেন শিক্ষক। 

সূত্র : সিবিএস নিউজ

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।