চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া ঘিরে বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৮ জুলাই ২০১৭

এক সপ্তাহব্যাপী চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া শুরু হতে যাচ্ছে। দেশ দুটি আগামী শুক্রবার থেকে যৌথভাবে নৌ-মহড়া শুরু করবে। ২১ জুলাই শুরু হওয়া নৌ-মহড়া চলবে ২৮ জুলাই পর্যন্ত।

এতে অংশ নিতে যাচ্ছে দু’দেশের ১০টি যুদ্ধজাহাজ। এছাড়া, ১০টি করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার মহড়ায় অংশ নেবে।

মহড়ায় যোগ দিতে চীনা পিপলস লিবারেশন আর্মির যুদ্ধজাহাজগুলো ২১ জুলাই বাল্টিক সাগরে পৌঁছাবে। মহড়ার প্রথম দিনে চীন ও রাশিয়ার নৌবাহিনীর কয়েকজন কমান্ডার উপস্থিত থাকবেন।

চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়েই এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের সঙ্গে চীনের সামরিক উত্তেজনার মধ্যেই এ মহড়া শুরু হতে যাওয়ায় বেশ গুরুত্ব পাচ্ছে বিষয়টি।

কেএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।