আইএস নিয়ন্ত্রিত ৫টি তেলক্ষেত্র সিরীয় সেনার নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২১ পিএম, ১৮ জুলাই ২০১৭

সিরিয়ার সামরিক বাহিনী দেশটির রাক্কা নগরীতে অবস্থিত ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা পাঁচটি তেলক্ষেত্রের সোমবার নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়ার সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার এক সামরিক কর্মকর্তা জানান, দক্ষিণাঞ্চলীয় রাক্কা নগরীর দবাইসান, হুরান, বির রমাইলান, জমলেহ ও রজেম জোজেহ তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানিয়েছে, রাক্কা নগরীর দিকে সিরীয় বাহিনী অগ্রসর হয়েছে। তার মানে রাক্কার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইএসের উপস্থিতির পরিসমাপ্তি ঘটেছে বলেও ধারণা করছে মানবাধিকার সংগঠনটি। 

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।