খুলে দেয়া হলো পবিত্র আল-আকসা মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০১ পিএম, ১৬ জুলাই ২০১৭

তিন ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহতের জেরে দুই দিন বন্ধ রাখার পর অবশেষে জেরুজালেম ওল্ড সিটির পবিত্র আল-আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরায়েল।

এর আগে গত শুক্রবার মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ইসরায়েলি দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। ইসরায়েলি পুলিশের সঙ্গে মসজিদ প্রাঙ্গনে বন্দুকযুদ্ধে নিহত হয় তিন ফিলিস্তিনি। এর জের ধরেই আল-আকসা মসজিদ বন্ধ ঘোষণা করে ইসরায়েল।

রোববার মসজিদে বেশ কিছু সংখ্যক মুসলিম প্রবেশের অনুমতি পান। এসময় তারা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন।

শনিবার সন্ধ্যার দিকে প্যারিস সফরে যাওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তিনি পবিত্র ওই স্থানের নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, নতুন নিরাপত্তা ব্যবস্থা বসানোর কারণে রোববার দুপুরের দিকে মসজিদের বাইরে নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর কিসওয়ানি বলেন, ইসরায়েলি সরকারের আনা পরিবর্তিত ব্যবস্থা প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, আমরা এই মেটাল ডিটেক্টরের পেরিয়ে মসজিদে প্রবেশ করবো না।

সূত্র : আল-জাজিরা।

এসআইএস/আরআইপি

আমরা এই মেটাল ডিটেক্টরের পেরিয়ে মসজিদে প্রবেশ করবো না

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।