আবাসনে কালো টাকার বিনিয়োগ অব্যাহত রাখার দাবি রিহ্যাবের


প্রকাশিত: ১০:১৯ এএম, ২৪ মে ২০১৫

আবাসন খাতে আবারো কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। প্রয়োজনে ইনডেমিনিটি জারি করে কেউ যাতে কালো টাকা বিনিয়োগে প্রশ্ন তুলতে না পারেন সেটি নিশ্চিত করতে বলা হয়েছে।

রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানিয়েছে। রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করেন তারা। এসময় আবাসন খাতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিগত কয়েক বছর যাবত আবাসন ব্যবসা মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ দিনের রাজনৈতিক অস্থিরতায় এ খাত অনিশ্চয়তায় পতিত হয়েছে। এমন পরিস্থিতিতে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে ২০ হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়ার অনুরোধ করছি। এই তহবিল থেকে দেড় হাজার বর্গ ফুট তা তার কম আকারের ফ্লাটের জন্য সাত থেকে নয় শতাংশ হারে ঋণ দেওয়া হবে।

এসময় ভূমি নিবন্ধন উচ্চ হার কমানোর দাবি করা করা হয়। এছাড়া গেইন ট্যাক্স ৪ শতাংশ থেকে ২ শতাংশ, স্ট্যাম্প ফি ৩ শতাংশ থেকে ১ দশমিক ৫ শতাংশ, মূল্য সংযোজন কর ৩ থেকে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণের দাবি জানানো হয়।
 
এ ছাড়াও দেশের সব ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়।

এসএ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।