সিরামিকের কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের অনুরোধ


প্রকাশিত: ০৬:২৫ এএম, ২৪ মে ২০১৫

আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার চায় সিরামিক পণ্য উৎপাদনকারী অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সংগঠনটি ডেকোরেশন ও প্রিন্ট সামগ্রী এবং যন্ত্রাংশের আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক প্রত্যাহার চায়। রোববার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করে সংগঠনটির পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সিরামিক ওয়ারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা এমপির-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তবে অর্থমন্ত্রী সংগঠনের আনীত দাবিগুলোর ব্যাপারে কোনো আশ্বাস দেননি।

সংগঠনটির নেতারা বলেন, ৫০টির অধিক সিরামিক শিল্পপ্রতিষ্ঠান এ খাতে পাঁচ হাজার কোটি টাকার অধিক বিনিয়োগ করে থাকে। এ খাতের ৮০ শতাংশ কাঁচামালই আমদানি করতে হয়। তাই আমরা সিরামিক খাতের বিকাশে আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি করছি।

এ সময় তারা বলেন, সিরামিক খাতে চারশ` কোটি টাকা রফতানি আয় দেশে আসছে। সিরামিক খাত থেকে সরকার প্রতি বছর দেড় হাজার কোটি টাকার রাজস্ব পেয়ে থাকে। কাজেই দেশীয় টাইলস উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানান তারা।

এ সময় দেশীয় শিল্পের বিকাশে আমদানি করা সিরামিক পণ্যে শুল্ক না কমানোর দাবিও জানান সংগঠনটির নেতারা।

এসএ/বিএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।