ভারতের রেলে জঙ্গি হামলার আশঙ্কা


প্রকাশিত: ১১:২৭ পিএম, ২৩ মে ২০১৫

ভারতে এবার জঙ্গি নিশানায় উপত্যকার রেল। বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী রেলের উপর আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে দেশটির রেল পুলিশ।

শনিবার জম্মু-কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল এম সুলাইমান সাংবাদিকদের বলেন, সীমান্তে অনুপ্রবেশ ও রেলপথ সংলগ্ন এলাকায় ফিদায়েঁ বিস্ফোরণের ঘটনার পর রেলপথ, স্টেশন ও ট্রেনে জঙ্গি হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া সম্ভব নয়।

রেলের সুরক্ষার জোর দিয়ে তিনি বলেন, আমাদের আরো সতর্ক থাকতে হবে। রেলযাত্রীদের সুরক্ষায় অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পাশাপাশি রেল পুলিশদের আরো বেশি সতর্ক ও সচেতন থাকার কথাও বলেন তিনি।

অন্যদিকে, রেলে কর্মরত পুলিশকর্মীদের বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন জম্মুর পুলিশ সুপার সুরাম সিং।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।