জাতীয় পার্টির সহ-সভাপতি শফিককে অব্যাহতি


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৩ মে ২০১৫

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এইচ এন এম শফিকুর রহমানকে পার্টির প্রাথমিক সদস্যপদসহ সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ওই ব্যবস্থা গ্রহণ করেন।

শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বরুড়া থেকে নির্বাচিত এমপি নূরুল ইসলাম মিলন এর সত্যতা নিশ্চিত করেন।

অভিযোগ রয়েছে, কুমিল্লায় জাতীয় পার্টির মধ্যে কোন্দল সৃষ্টি ও পাল্টা কমিটি গঠন করার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ২০০১ সালের ১৩ মার্চ আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল) নামের একটি প্রতিষ্ঠান করেন এইচ এন এম শফিকুর রহমান। পরে তিনি কুমিল্লার হাজারো গ্রাহকের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কয়েকশ’ কোটি টাকা হাতিয়ে নিলেও ফেরত দেননি। এতে গ্রাহকেরা তার বিরুদ্ধে পার্টির চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। এসব কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে দলটির একাধিক সূত্র দাবি করেছেন।

এ ব্যাপারে এইচ এন এম শফিকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।