ব্রিটেনে মুসলিম সমকামীকে বিয়ে করলেন বাংলাদেশি তরুণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ১১ জুলাই ২০১৭

ব্রিটেনের প্রথম মুসলিম সমকামী জুটি হিসেবে পশ্চিম মিডল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ অপর এক তরুণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পশ্চিম মিডল্যান্ডে বিয়ের আনুষ্ঠানিকতার পর এই জুটি আশা প্রকাশ করে বলে, ‘তারা বিশ্বকে দেখাতে চান যে কীভাবে একজন সমকামী এবং মুসলিম হওয়া যায়।’

জাহেদ চৌধুরী (২৪) নামের বাংলাদেশি বংশোদ্ভূত ওই তরুণ সমকামী হওয়ায় মুসলিম সম্প্রদায়ে একঘরে দশার মধ্যে বেড়ে উঠেন। এমনকি সমকামিতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাকে ধর্মীয় অনুষ্ঠানেও পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন। 

british

অনেক কষ্টে জীবন-যাপন করছিলেন চৌধুরী। দুই বছর আগে নিজের জীবন নিজের মতো করে চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। একদিন ডার্লাসটন শহরের একটি রাস্তায় বেঞ্চে বসে কান্না করছিলেন তিনি। এ সময় সিন রোগান (১৯) নামের অপর এক মুসলিম সমকামী তরুণ তার পাশে এসে দাঁড়ান। 

দু’জনের মাঝে সেই সময় থেকে সম্পর্কের শুরু হয়। শিগগিরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক পরে পশ্চিম মিডল্যান্ডের ওয়ালসালে বিয়ের আনুষ্ঠানিকতা সাড়েন।

bangladeshi

নিজেরা সুখে থাকলেও এখন পর্যন্ত বেশ কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছে নববিবাহিত এই সমকামী জুটি। চৌধুরী বলেন, ‘আমি এই বিয়ের মাধ্যমে সবাইকে বলতে চাই যে, এটা ঠিক আছে। আমরা বিশ্বকে দেখাতে চাই যে, আপনি চাইলে একজন সমকামী এবং মুসলিমও হতে পারেন।’

ডার্লাসটনের ওয়ালসল রেজিস্ট্রি অফিসে জাহেদ চৌধুরী মুসলিম রীতিনীতি অনুযায়ী দুই বছর আগে পরিচিত হওয়া অপর সমকামী তরুণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বাংলাদেশি বাবা-মার সঙ্গে বেড়ে উঠেছেন জাহেদ। পরিবারে তার আরও তিন ভাই-বোন রয়েছে। সমকামী হওয়ার কারণে জাহেদকে তার পরিবারের সদস্যরা কুলাঙ্গার হিসেবে মনে করে বলে জানান এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ। 

সূত্র : ডেইলি মেইল। 

এসআইএস/এমএস

সমকামী হওয়ার কারণে বাংলাদেশি জাহেদকে তার পরিবারের সদস্যরা কুলাঙ্গার হিসেবে মনে করেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।