এফবিসিসিআই নির্বাচনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-২০১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোটগ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যেই এ সংঘর্ষ বাধে।
শনিবার সকাল ১০টার দিকে ব্যারিস্টর জাকির হোসেন ও রব্বানী জব্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজন সমর্থককে আটক করে। ফলে ১০ মিনিট পরই পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য, এফবিসিসিআই এর ২০১৫-২০১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকাল ৯টায় রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে শুরু হয়।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল তিনটি হলো- নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এবং সৈয়দ মোয়াজ্জেম হোসাইন-ড. কাজী এরতেজা হাসান ও শাফকাত হায়দারের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ।
জানা গেছে, প্রতিটি প্যানেলে ‘চেম্বার গ্রুপ’ ও ‘অ্যাসোসিয়েশন গ্রুপ’ নামে ব্যবসায়ীদের দুটি অংশ থাকে। তবে এবারের নির্বাচনে শুধুমাত্র উন্নয়ন পরিষদ প্যানেলে দুইটি গ্রুপ থাকলেও অন্য দুই প্যানেলে রয়েছে একটি করে গ্রুপ। এদের মধ্যে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ প্যানেলে রয়েছে শুধুমাত্র ‘চেম্বার গ্রুপ’। আর ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলে রয়েছে ‘অ্যাসোসিয়েশন গ্রুপ’।
সূত্র আরো জানায়, এ দুইটি প্যানেল গোপনে একীভূত হয়ে পড়ছে। আগামীতেও যৌথভাবে বোর্ড গঠনে প্রতিশ্রুতিবদ্ধ তারা।
এসআই/এআরএস/একে/এমএস