বিমান হামলায় সিরিয়ায় নিহত ২৫
সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে আইএস (ইসলামিক স্টেট) যোদ্ধা ও বেসামরিক লোক রয়েছেন। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা বলেছে।
সংস্থাটি বলেছে, শনিবার সিরিয়ার রাক্কা প্রদেশে আইএস যোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প ও আইএস পরিচালিত একটি বেকারি দোকানে এ বিমান হামলা চালানো হয়। প্রসঙ্গত, আইএস ঘোষিত তথাকথিত খেলাফতের প্রধান কার্যালয় এই রাক্কা প্রদেশে। এখানে তারা আদালত, কেন্দ্রীয় ব্যাংক ও প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইরাক ও সিরিয়ার তিন ভাগের এক ভাগের বেশি এলাকা এখন আইএসের নিয়ন্ত্রণে।
গত মাসে আইএস যোদ্ধারা সরকারি বাহিনীকে হঠিয়ে রাক্কা প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর পর থেকে সরকারি বাহিনী সেখানে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা এই হামলার কথা নিশ্চিত করেছে।