ছবিটি ভুয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ এএম, ১১ জুলাই ২০১৭

সর্বশেষ অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে থাকা বিশ্বনেতাদের ভাইরাল হওয়া ছবিটি আসল নয়। ফেসবুক টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে চলছে তুমুল আলোচনা। 

ছবিতে দেখা যায়, দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তার দিকে গভীর মনযোগে তাকিয়ে আছেন। পুতিনের ঘাড়ের উপর ঝুঁকে আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। ঠিক পেছনে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও পুতিনের দিকে তাকিয়ে আছেন। যেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং সবাই পুতিনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকসহ কয়েকটি গণমাধ্যমে জি-২০ সম্মেলনের ছবি হিসেবে এই ছবিটি প্রকাশ করা হয়।

কিন্তু সেই ছবিটি ভুয়া। আসল ছবিটিতে চেয়ারটি ফাঁকা। ফটোশপের মাধ্যমে সেখানে পুতিনের ছবি বসানো হয়েছে। ফাঁকা চেয়ারটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে’র জন্য নির্ধারিত আসন। ছবিটি জি-২০ সম্মেলনের প্রথম দিন শুক্রবার তোলা হয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে অনেকে অভিযোগ করেছেন, রাশিয়ার গণমাধ্যম ছবিটি বিকৃত করে পুতিনকে মাঝে বসিয়েছে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।