যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১১ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। মিসিসিপর কাউন্টি এমার্জেন্সি ম্যানেজমেন্ট পরিচালক ফ্রেড র‌্যান্ডেল বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সিএনএন।

র‌্যান্ডেল আরও জানিয়েছেন, নিহত ১৬ জনই বিমানে ছিলেন এবং আর বিমানের আরোহীদের কেউই বেঁচে নেই।

দ্য মেরিন কর্পস তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিধ্বস্ত বিমানটি কেসি-১৩০। সামরিক বাহিনীর ব্যবহৃত বিমানের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বিমানের একটি কেসি-১৩০। সামরিক বাহিনীর বিভিন্ন কার্যক্রম যেমন মালামাল বহন, সেনাদের যাতায়াত এবং জ্বালানী বহনের কাজে এ ধরনের বিমান ব্যবহৃত হয়ে থাকে।

ইন্টেরিওর অ্যান্ড নেভি সিলের সেক্রেটারি রিয়ান জিংকে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত এবং তাদের পরিবারের জন্য আসুন সবাই প্রার্থনা করি। 

এনএফ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।