বিশ্বের প্রবীণতম জলহস্তীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১০ জুলাই ২০১৭

ফিলিপাইনের চিড়িয়াখানায় বিশ্বের সবচেয়ে প্রবীণতম জলহস্তীর মৃত্যু হয়েছে। ম্যানিলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার ৬৫ বছর বয়সী বার্থা’কে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত রিপোর্টে শরীরের একাধিক অঙ্গের অকার্যকারিতায় তার মৃত হয়েছে বলে উল্লেখ করা হয়।

২.৫ টন ওজনের মহিলা এ জলহস্তী ছিল ম্যানিলা চিড়িয়াখানার সবচেয়ে প্রাচীন বাসিন্দা- জানান চিড়িয়াখানার পরিচালক জেমস দিচ্যাভেস।

তিনি জানান, বার্থা এখানে প্রাণীকুলের মধ্যে পথিকৃৎ ছিল। ১৯৮০ সালে তার সঙ্গী মারা যায়। এ জুটি কোনো সন্তান দিতে ব্যর্থ হয়।

১৯৫৯ সালে ম্যানিলা চিড়িয়াখানা প্রতিষ্ঠার বছরই সাত বছর বয়সী বার্থকে আনা হয়। তবে তাকে কোথা থেকে আনা হয়, এ তথ্য কর্তৃপক্ষের কাছে নেই বলেও জানান তিনি।

ম্যানিলা চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, বার্থা ছিল তার সময়ে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জলহস্তী। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের মেসকার পার্ক চিড়িয়াখানায় মারা যায় ৬২ বছর বয়সী ডোনা। ওই সময় ডোনাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জলহস্তী।

বার্থার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া বিরাজ করছে।

সূত্র : এএফপি

এমএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।