লেবানিজ সেনার শিরশ্ছেদ করল আইএস


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

এক সপ্তাহের মধ্যে ফের লেবানিজ এক সেনাকে শিরশ্ছেদ করেছে কট্টরপন্থী সুন্নি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।  
 
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিরশ্ছেদের ছবি পোস্ট করা হয়েছে। নিহত সেনা সদস্যের নাম আব্বাস ম্যাদলেজ। লিবিয়ার সামরিক বাহিনী বিষয়টি তদন্ত করবে বলে জানিয়েছে। গত আগস্টে সিরিয়ার সীমান্তের কাছে লেবাননের আশরাল শহরে হামলা চালায় আইএস। এ সময় শহরটি থেকে আব্বাসসহ বেশ কিছু লেবানিজ সেনাকে আটক করে তারা।
 
আল-কায়েদা থেকে দলছুট ও সিরিয়ায় যুদ্ধরত নুসরা ফ্রন্টের সংযুক্ত আইএস জঙ্গিরা এক সপ্তাহে আগে হুঁশিয়ারি দেন, লেবাননের কারাগারে তাদের বন্দি সদস্যদের মুক্তি না দিলে প্রতি তিন দিনে একজন করে সেনাকে হত্যা করা হবে। এরই অংশ হিসেবে ৩০ আগস্ট আলী আল সাইদ নামের আরো এক লেবানিজ সেনার শিরশ্ছেদের ছবি প্রকাশ করে আইএস।

আব্বাসের মা জানান, তার ছেলে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি এতে খুশি। ছবি দেখে আব্বাসকে চিহ্নিত করেন তার মা।
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।