শিশু হত্যার অভিযোগে ৫ কিশোর-কিশোরী গ্রেফতার


প্রকাশিত: ১০:৪২ এএম, ২২ মে ২০১৫

মেক্সিকোর উত্তরাঞ্চলে লুকোচুরি খেলার সময় ছয় বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে পাঁচ কিশোর-কিশোরীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার চিহুয়াহুয়া রাজ্যের আদালত এ মামলার শুনানিতে অভিযুক্ত গ্রেফতারের আদেশ দেন।

এদের মধ্যে দুইজন ১৫ বছর বয়সী কিশোর, দুইজন ১৩ বছর বয়সী কিশোরী ও একজন ১১ বছর বয়সী ছেলে রয়েছেন। ক্রিস্টফার রেইমুন্ডো মারকুয়েজ নামের ওই শিশুটি হত্যার এক সপ্তাহ পর এই রায় দেন আদালত।

প্রসিকিউটররা জানান, অভিযুক্ত কিশোররা নিহত শিশুটিকে বেঁধে রাখে, শ্বাসরোধ করে এবং তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে ও ছুরিকাঘাত করে হত্যা করে।

চিহুয়াহুয়া কোর্ট ফর মাইনরের বিচারক ফ্রান্সিসকো ডি লিওন মেরিনো ১৫ বছর বয়সী কিশোরদের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এবং এদের চেয়ে বয়সে ছোট অপর তিন অপরাধীকে স্টেট চাইল্ড সার্ভিসেস এজেন্সির হেফাজতে রাখার নির্দেশ দেন।

এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।