অভিভাবকরাও ভর্তি হচ্ছেন স্কুলে!


প্রকাশিত: ০৬:১০ এএম, ২২ মে ২০১৫

মান সম্মত শিক্ষার বহুদিনের সুনাম রয়েছে সিঙ্গাপুরে। তবে সমালোচকরা বারবারই বলে আসছেন এখানকার শিক্ষাব্যবস্থা কেবলই গ্রেডভিত্তিক। দেশটির পরীক্ষা পদ্ধতি এবং খাতা মূল্যায়ন পদ্ধতি বেশ কঠিন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাসগুলোতে থাকে বেশ জটিল সব হোমওয়ার্ক। ফলে মা-বাবারা তাদের সন্তানদের বাড়িতে ওই সকল হোমওয়ার্ক বিষয়ে কোন সাহায্য করতে পারেনা। আর তাই সন্তানদের বাড়িতে লেখাপড়ায় সাহায্য করার জন্য মা-বাবারা এখন ভর্তী হচ্ছে স্কুলে।

এমনই একটি স্কুল ‘জিনিয়াস ইয়ংমাইন্ড’ প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নূর হিদায়েত ইসমাইল বলেন, এখানকার স্কুলে যেসব নতুন ধরনের পাঠদান দেয়া হয়, এখানে  অভিভাবকদের তাই শেখানো হচ্ছে। সন্তানদের লেখাপড়া শেখাতে বাবা মায়ের যে কষ্ট হয় তার থেকে পরিত্রান পেতেই তারা এখানে আসেন। সাধারন অঙ্ক গুলো করতেও তাদের সমস্যায় পড়তে হয়। এখানে একটি শর্ট কোর্স করতে প্রায় ৫০০ মার্কিন ডলার তাদের খরচ করতে হয়। প্রতিষ্ঠানটিতে গণিত, বিজ্ঞান এবং সৃজনশীল বিষয়সহ মোট ১০ টি কোর্স পড়ানো হয়। সিঙ্গাপুরে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা  মোট ১০ টি।

উল্লেখ্য, মাত্র ৫৫ লাখ মানুষের দেশ সিঙ্গাপুরে শিক্ষার্থীরা সম্প্রতি গণিত আর বিজ্ঞানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।