গোপালগঞ্জে জেলা শিক্ষা কর্মকর্তার ক্লাসরুম অ্যাওয়ার্ড লাভ


প্রকাশিত: ০৫:২৩ এএম, ২২ মে ২০১৫

গোপালগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা রেশমা আকতার হাসি `ক্লাসরুম অ্যাওয়ার্ড-২০১৫` লাভ করেছেন। বর্ষসেরা জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে তিনি এ অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন।

মাল্টি মিডিয়া ক্লাসরুম পরিচালনায় সফলভাবে নেতৃত্ব প্রদান, জেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনায় মাল্টিমিডিয়া ক্লাসরুম পদ্ধতিতে নিবন্ধন, শিক্ষক প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়মিত মনিটরিংসহ শিক্ষায় তথ্য প্রযুক্তির বিকাশে অসামান্য অবদান রাখার জন্য সরকার তাকে বর্ষসেরা জেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত করে এ  অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু  ইনফরমেশনের (এ টু অাই) প্রোগ্রামের লার্নিং স্পেশালিস্ট  প্রফেসর ফারুক আহমেদ স্বাক্ষারিত ৯ মে তারিখের স্মারক নং-০৩. ৮০৫. ০০৩.০০.০২/ ২০১৫.৭১৪ চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।

আগামী ২ জুন মঙ্গলবার বেলা ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে মাল্টিমিডিয়া ক্লাস রুমের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় পর্যায়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী অ্যাড, মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।