পালমিরায় আটকে পড়েছে বহু মানুষ


প্রকাশিত: ০৪:০০ এএম, ২২ মে ২০১৫

সিরিয়ার প্রত্নতাত্ত্বিক নগরী পালমিরা ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের দখলে যাওয়ার পর সেখানে আটকা পড়েছে বহু বেসামরিক নাগরিক। জাতিসংঘ বলছে আইএস যোদ্ধারা শহরটির দখল নেয়ার সময় অসংখ্য মানুষ পালিয়ে যেতে চাইলেও তাদের যেতে বাধা দিয়েছে সিরিয়া সরকারি বাহিনী। খবর বিবিসি।

এই নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, এ অঞ্চলের দু’লক্ষ নাগরিকের তিন ভাগের একভাগ যেকোন ভাবে পালাতে সক্ষম হলেও বাকিরা এখনও আটকা আছে।

স্থানীয়রা জানায়, আইএস যোদ্ধারা সিরিয়া সরকারের প্রতি অনুগত বেশ কিছু ব্যক্তিকে ধরতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে এমন বেশ কিছু অনুগতদের শিরচ্ছেদ করে হত্যা করেছে তারা। ফাঁস হওয়া কিছু ছবিতেও দেখা যাচ্ছে আইএস কিছু সৈনিককে শিরচ্ছেদ করে হত্যা করছে।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।