চাঁদপুর সরকারি হাসপাতালে ১৭ দালাল আটক


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২১ মে ২০১৫

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালের ১৭ দালালকে আটক করেছে। আটক দালালদের মধ্যে ১৩ জন নারী ও ৪ জন পুরুষ। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, দালালরা হাসপাতালে আগত রোগিদের টেনে হেঁচড়ে তাদের প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর পরীক্ষা-নীরিক্ষা ও চিকিৎসার নামে মোটা অঙ্কের টাকা আদায় করেন। বিনিময়ে বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মোটা অঙ্কের কমিশন প্রদান করে। এসব অপকর্মের সঙ্গে সরকারি হাসপাতালের ডাক্তার, নার্সসহ স্টাফদেরও অনেকেই জড়িত।

ইকরাম চৌধুরী/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।