ইতালিতে ভবনধসে নিখোঁজ ৮


প্রকাশিত: ১১:২৬ এএম, ০৭ জুলাই ২০১৭

ইতালির নেপলসে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ার ঘটনায় আটজন নিখোঁজ হয়েছে। দক্ষিণাঞ্চলীয় একটি উদ্ধারকারী দল নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে। খবর বিবিসির।

Naple

ইতালীয় গণমাধ্যমে জানানো হয়েছে, তোরে আন্নুনজিয়াতা জেলার চারতলা ওই ভবনটিতে দু’টি পরিবার বাস করত। নিখোঁজদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল।

তবে ওই ভবনটি ধসে পড়ার কারণ জানা যায়নি। প্রতিবেশিরাও কোনো বিস্ফোরণের শব্দ শোনেনি। হঠাৎ করেই ভবনের কিছু অংশ ধসে পড়েছে।

Naple

ওই এলাকাটি ভূমিকম্প প্রবণ হলেও ভূমিকম্পের কারণে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে কাছাকাছি অবস্থিত রেলওয়ের কম্পনের কারণে অথবা নিচতলার সংস্কারকাজের কারণে ভবনটি ধসে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।