ব্যাঙ্গালোরের কাছে হেরে রাজস্থানের বিদায়


প্রকাশিত: ০৩:৩৮ এএম, ২১ মে ২০১৫

এবি ডি ভিলিয়ার্স আর মান্দিপ সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭১ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুক্রবার ফাইনালের টিকিট পাওয়ার লক্ষ্যে ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হবে কোহলির আরসিবি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮০ রান তোলে ব্যাঙ্গালোর। ক্রিস গেইল ও বিরাট কোহলি দ্রুত ফিরে গেলেও মান্দিপ সিংয়ের সাথে ১১৩ রানের জুটি গড়ে দলকে টেনে নেন ডি ভিলিয়ার্স। চারটি করে ছয়-চারে ৩৮ বলে ৬৬ রান করে আউট হন প্রোটিয়া এই মারকুটে ব্যাটসম্যান। আর ৭চার ও ২ছয়ে ৫৪ রানে অপরাজিত থাকেন মানদিপ। রাজস্থানের হয়ে ধাওয়াল কুলকার্নি ২৮ রানে ২ উইকেট নেন।

আরসিবির দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতে ১০৯ রানে গুটিয়ে যায় দারুণ একটি মৌসুম কাটানো রাজস্থান। সর্বোচ্চ ৪২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর দিনে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান এসেছে স্টিভেন স্মিথ ও করুন নায়ারের ব্যাট থেকে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।