মোরগের জন্য বাস টিকেট !


প্রকাশিত: ০২:৫৪ এএম, ২১ মে ২০১৫

বাসে সাধারণত মানুষ যাতায়াত করবে এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের সঙ্গে যদি পোষা মোরগ যাতায়াত করে আর সেই মোরগের জন্য যদি কর্তৃপক্ষ ফ্রি বাস টিকিটের ব্যবস্থা করে তাহলে সত্যিই অবাক হওয়া ছাড়া আর কিছু থাকে না। এমনই এক অভিনব নিয়ম করেছে স্কটল্যান্ডের এক বাস কোম্পানি।

আর তাই এখন থেকে স্কটল্যান্ডের এবারডিনের বাস যাত্রীরা এক নতুন সহযাত্রীকে প্রতিদিন তাদের মাঝে দেখতে পাবেন। বাস পাসধারী এই নতুন সহযাত্রী দেখতে লাল ঝুঁটি সাদা পালকের এক মোরগ। তাকে এখন ফ্রি বাস পাস দিয়েছেন স্থানীয় বাস কোম্পানির কর্মকর্তারা।

মূল ঘটনাটি হলো এবারডিনের মেরিকাটলার এলাকার বাস স্টপে এক ব্যক্তি মোরগটিকে প্রথম দেখতে পান। তিনি প্রথমে এটিকে নিয়ে যান পশু নির্যাতন প্রতিরোধ সংস্থার কার্যালয়ে। সেখানে মোরগটির পরিচর্যার ব্যবস্থা করা হয়। এটির নাম দেয়া হয় ‘ডেকার’।

বাস কোম্পানি ফার্স্ট এবারডীন এটির দেখাশোনার খরচ যোগানোর দায়িত্ব নিয়েছে। সেই সঙ্গে এখন থেকে পোষা মোরগদের দেয়া হবে ফ্রী বাস টিকিট। গলায় এই টিকিট ঝুলিয়ে ‘ডেকার’কে হয়তো শীঘ্রই দেখা যাবে এবারডিনের বাসে।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।