আঞ্চলিক নেতাদের সামনে আনবেন রাহুল
চলতি বছরেই কংগ্রেসের সভাপতি হতে যাচ্ছেন রাহুল গান্ধী। এমনটাই আশা দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের।
১৩০ বছরের পুরনো এই দলের চালকের আসনে বসেই খোলনলচে পাল্টে ফেলতে চান রাহুল, সেকথা ঘোষণাও করেছেন তিনি।
প্রপিতামহ জওহরলাল নেহরুর মতোই রাহুল সামনে আনতে চান আঞ্চলিক নেতাদের। যেমন তখন ছিলেন বিধানচন্দ্র রায়, কামরাজ, প্রতাপ সিং কায়রোন, ওয়াই বি চবন, জি বি পমহ।
তাঁর মত, শুধু জাতীয় স্তরে নয়, রাজ্য স্তরেও লড়তে হবে নির্বাচন। তাই আঞ্চলিক নেতাদের গুরুত্ব দিতে চান কংগ্রেসের সহসভাপতি, বলেন জয়রাম।
প্যারা-ট্রুপিংয়ে (বাইরে থেকে লোক এনে প্রার্থী করা) একেবারেই বিশ্বাস নেই রাহুলের, জানিয়ে দিয়েছেন তিনি।
গত কয়েক বছরে ক্রমশই রাজ্য স্তরে দুর্বল হয়েছে কংগ্রেস৷ দল ছেড়েছেন জি কে ভাসান-সহ বহু আঞ্চলিক নেতা। সেই ভুল শুধরেই এবার একেবারে নিচু স্তর থেকে সংগঠন মজবুত করতে চায় কংগ্রেস।
রাহুল দলের রাশ হাতে নিলে প্রবীণ নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে, এই তত্ত্বও উড়িয়ে দিলেন রমেশ। বলেন, কংগ্রেস একটাই, তার রক্ষকরাও এক।
এসআরজে