ভিয়েতনামে নিষিদ্ধ হচ্ছে মোটরসাইকেল


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৫ জুলাই ২০১৭

মোটরসাইকেল থাকছে না ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। যানজটমুক্ত থাকার জন্য মোটরসাইকেল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ২০৩০ সালের মধ্যে শহরটিকে মোটরবাইকমুক্ত করার প্রত্যয়ে সম্প্রতি প্রস্তাব পাস করেছে দেশটি।

৭৫ লাখ বাসিন্দার শহর হ্যানয়ের রাস্তায় মোটরসাইকেল চলে ৫০ লাখ। ব্যক্তিগত গাড়ি আছে ৫ লাখের বেশি। তার পরও প্রতিনিয়ত বাড়ছে গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা। বাড়ছে যানজট ও পরিবেশ দূষণ। মাত্রাতিরিক্ত জ্যামে পুরো শহর ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও বেড়ে চলেছে।

শহর কর্তৃপক্ষের আশঙ্কা, আগামী তিন বছরের মধ্যে রাজধানীর বাসিন্দার সংখ্যাকে পেরিয়ে যাবে মোটরসাইকেলের সংখ্যা। প্রাইভেটকারও বেড়ে দ্বিগুণ হবে। সিটি মেয়র গুয়েন ডাক চুং বলেন, বর্তমানে যে হারে মোটরসাইকেল বা গাড়ির সংখ্যা বাড়ছে, তাতে এভাবে চলতে থাকলে আগামী ৪ বা ৫ বছরে যানজট পরিস্থিতি চরম জটিল হবে। সবকিছু থমকে যাওয়ার আগে আমাদের সমাধানের পথ খুঁজতে হবে।

এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।