মালাভিতে আলবিনো হত্যার দায়ে গ্রেফতার ৪


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২০ মে ২০১৫

আলবিনো হত্যার দায়ে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করেছে মালাভি পুলিশ। পাঁচ মাস আগে জাদুটোনা কাজে ব্যবহারের জন্য তার হাড্ডি বিক্রি করতে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। গত ডিসেম্বর মাসে সাইমন মুকোতাকে তার গ্রাম থেকে অপহরণ করা হয়।

তাকে হত্যার পর তার দেহ থেকে হাড্ডি বিচ্ছিন্ন করে তার দেহাবশেষ নদীর তলদেশে পুঁতে ফেলা হয় বলে পুলিশ সন্দেহ প্রকাশ করছে।

পুলিশ মুখপাত্র প্যাট্রিসিয়া সিপিলিয়ানো রাষ্ট্রীয় টেলিভিশন এমবিসিকে জানান, চার ব্যক্তি হাড্ডি বিক্রি করার জন্যে কোনো বাজার খুঁজে না পেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।

সিপিলিনো জানান, ওই চার ব্যক্তির কাছে যে হাড্ডি পাওয়া যায় তা ডিসেম্বরে নিখোঁজ হওয়া ওই আলবিনো’র।
অ্যাসোসিয়েশন অব পারসন উইথ আলবিনিজম ইন মালাভি জানিয়েছে, ডিসেম্বর থেকে এ পর্যন্ত ছয় আলবিনোকে হত্যা করা হয়েছে।

আলবিনোরা জন্মগত ক্রুটির কারণে সম্পূর্ণ সাদা। তাদের অঙ্গপ্রত্যাঙ্গর সংগ্রহের জন্যে আফ্রিকার কয়েকটি অঞ্চলে প্রায়ই তাদের হত্যা করা হয়।

মালাভি পুলিশকে আলবিনো হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের খুঁজে বেড় করার নির্দেশ দেয়া হয়েছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।