স্বামী-শ্বশুর-শাশুড়ি-ননদসহ ৭ জনকে পুড়িয়ে হত্যা


প্রকাশিত: ০১:০০ পিএম, ২০ মে ২০১৫

দাম্পত্য কলহের জেরে শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে স্বামী-শ্বশুর-শাশুড়ি-ননদসহ সাতজনকে পুড়িয়ে হত্যা করলেন এক গৃহবধূ। ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই জেলার কুমারপুরম গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

বুধবার ভোরের এ ঘটনায় ওই নারীর স্বামী কান্নন ছাড়াও তার শ্বশুর ভেলু (৬৫), শাশুড়ি পাচিয়াম্মল (৫০), ননদ সুগন্ধী (৩৫) ও ননদের তিন সন্তান বাড়ির মধ্যেই পুড়ে মারা যান।

স্থানীয় থানার পুলিশ ইন্সপেক্টর মনোহরণ জানিয়েছেন, দাম্পত্য কলহই এ ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। এর জেরেই বুধবার ভোররাতে বাড়িতে আগুন লাগিয়ে দেন ওই গৃহবধূ।

ঘটনা সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বিয়ে হয়েছিল কান্নন (২৭) ও পাণ্ডেস্বরীর (২৫)। কিন্তু মত পার্থক্যের কারণে গত এক বছর তারা আলাদাই থাকতেন। কয়েকদিন আগে গ্রামবাসীরা কান্নন ও পাণ্ডেস্বরীর সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেন। তারা কান্ননকে গ্রামে ফিরে আসতে বলেন। উল্লেখ্য, কান্নন চেন্নাইতে থাকেন।

পুলিশ জানায়, চেন্নাই থেকে গ্রামে ফিরে মা-বাবা, বোন ও তার পরিবারের সঙ্গে ছিলেন কান্নন। অভিযোগ উঠেছে পাণ্ডেস্বরী ওই বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ওই নারী।

এসএইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।